বন্ধু, তুই কেমন আছিস?
ভালো আছিস নিশ্চয়?
যেথায় থাকিস, শুভকামনা সবসময়,
সুখের দিনে নাই, মনে রাখলি
দুর্দিনে তুই আমায় ডাকিস।
প্রানের সব রংছড়িয়ে তোকে দেবো ঢেকে
আকাশ জুড়ে ঘুড়ি ওড়ে
নাটাই সূতো ঘুর্ণটানে,
আমি টানি মায়ার টানে একলা ঘরে,
একলা মাঠে।
উঠোনের বৃষ্টির জলে, কাগজের নৌকো ভাসে
জলের ঢেউয়ে দুলে দুলে
কানে কানে কয়, আয় আায়, রংধনু ঝুলে,
মাঠের ও পারে ।"
ছুটে ছুটে ক্লান্ত পায়ে, থমকে দাঁড়াই
সোনার কৌটোর প্রজাপতি দেয় ছুট...
শৈশব-কৈশোর-যৌবনে।