যাচ্ছি বরুণা।
আর দেখা হবে না।
দেখা হলেও বুকে থাকবেনা, গোলাপের ঘ্রাণ।
অত দিনে এই বুকে ফুটবে নীল পদ্ম।
 যে নিকানো দিগন্তে ভালোবাসা খেলতো গোল্লা ছুট।
সেখানে গজাবে দুর্বা ঘাস,আগাছা


যাই।
গেলাম,বরুণা।
আর কোনদিন ফিরবো না,পৃথিবীতে
উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু।
হিমালয় থেকে হিম সাগরে,
দেখেছি, কোথায়ও অস্তিত্ব নেই আমার।
শিংহলের পাহাড়ে,পাথরের গায়
 নাম লেখা নেই।
আকাশের দিকে চেয়ে থেকে বৃথা অপেক্ষা,
সূর্য্য উঠবেনা আমার জন্য কোন দিন।


ভালো থেকো বরুণা।
আসি।চললাম,আমি।
এই শেষ দেখা।
যদি কোন দিন,
ভালোবাসা জন্য আত্মহত্যা করতে ইচ্ছে হয়?
যদি কোন দিন,
 কবিতা ভালোবাসতে ইচ্ছে হয়?
যদি কোন দিন,
আমাকে ভালোবাসতে ইচ্ছে হয়?
আমি আবারো জন্ম নেবো তোমার বুকে।


চলি।
বিদায় বরুণা।
আর কোন দিন দেখা হবেনা আমাদের।