চুলের ভেতর উকুঁনের বাসা
আড়ষ্ট আঙ্গুল এক ফোঁটা তেলের জন্য
চুলের জটলায়।
খায় শুধু খায়.... উকুঁনের দল।
চেটে নিয়েছে সূর্য্য ছালের শুভ্রতা
জীবন বড় কৃপণ।
স্বপ্ন শৈবাল পুকুরের জলে দোলা খায়।
             দোলা খায়।
আবারো,
             দোলা খায়।
              দোলা খায়।
জোৎস্ন্যা  খেলে  নির্জন ফুট পাতে। ইচ্ছে হয়
আদর করে দেই ঐ চাঁদ। আপণ দুহাতে
কতনা মাকঁড়সা  ধ্রুবজাল বুনে
মিথ্যে আবেগ আর আদরে।
অর্থ সূত্রে কাম বাসনা অতৃপ্ত সময়।
অবাঞ্চিত জন্মে ঘাস ফুল।
বেড়ে উঠে নিজের খেয়ালে।
বিক্রিত মাতৃ স্তন অশ্রুর আবেদন মূল্যহীন।
গলা টিপে রোগ্ন মানবতা।
ভাগ্য বিধাতা নিরবে  এখানে
                 দুঃখ তার অভিশাপ।