বুকের ভেতর এমন সব দুঃখ থাকে,
যা কাউকে বলা যায় না।
বন্ধু বান্ধাব আত্মীয় পরিজন
এমন কি তোমাকেও না।


জীর্ণ দেয়ালের স্যাতঁ স্যাঁতে শেওলার মতো
আঁকড়ে থাকে বুকের ভেতর।
ভুলতে চাইলে ও,
টুপ করে জেগে উঠে মাছের নিঃশ্বাস ফেলার মতো।