ঝমুর ঝুমুর নূপুর বাজে  আলতা রাঙ্গা পায়
সে যে চলে যায় সে যে চলে যায়।
তোমারা কেউ দেখ নাতো আমি দেখি তায়
সে যে চলে যায় সে যে চলে যায়।


গাঁদা ফুলের মালা গাথা কালো কেশের খোপায়
হাতে বাঁধা বেলীর মালা ফিরে ফিরে চায়
সে যে চলে যায় সে যে যায়।
ঝুমুর ঝুমুর নুপূর বাজে আলতা রাঙ্গা পায়।
তোমরা কেউ দেখ নাতো আমি  দেখি তায়।
সে যে চলে যায় সে যে চলে যায়।


মাতাল হাওয়ায় উড়ে আঁচল মন নাচে বাজে মাতল
 মনটা আমার তাহার সাথে কেড়ে নিয়ে যায়।
সে যে চলে যায় সে যে চলে যায়।
ঝুমুর ঝুমুর নুপূর বাজে আলতা রাঙ্গা পায়।
তোমরা কেউ দেখ নাতো আমি দেখি তায়।
সে যে চলে যায় সে যে চলে যায়।


২.
তোমার ভূবনে এসেছে বসন্ত
আমার ভূবনে এলো বর্ষা
তোমার আকাশে উঠে চাদঁ
 আমার আধাঁর সহসা।।


চাঁদের কোলে মাথা রেখে বিভরে
দেখছো স্বপন তুমি অঘোরে
যে স্বপ্ন তোমাকে খুঁজে ছিলো
 তা আজ ধূয়াশা।
আমার ভূবনে আধাঁর সহসা,
তোমার ভূবনে এসেছে বসন্ত
আমার ভূবনে এলো বর্ষা।
এলো বর্ষা।


বুকে কত আশার ফুটে কত ফুল
কত আশা থাকে জীবনের ভুল।
ফিরে পাখি নিরাশার কুড়ায়ে,
তুমি থাকো দুর কুয়াশা।।
আমার ভূবনে আধাঁর সহসা,
তোমার ভূবনে এসেছে বসন্ত
আমার ভূবনে এলো বর্ষা।
এলো বর্ষা।