হলোনা হলোনা আমার হলো না।
আকাশের চাঁদের মতো বহু দূরে
বাতাসের মতো অদৃশ্য অনুভবে
হৃদয়ের মাঝে হয়ে রইলো  বেদনা।।


পাষানী হাতে ছিঁড়ে দিলো বাসনার ফুল
কাদঁবে কোন একদিন ভাঙ্গবে যখন ভুল।
চোখের অশ্রু সেদিন মোরে খুঁজে পাবেনা।
হৃদয়ের মাঝে হয়ে রইলো বেদনা
হলোনা হলোনা আমার হলোনা।।
আকাশের চাঁদের মতো বহু দূরে....


তারা হয়ে বুকে মাঝে থাকবে চিরকাল
জানি হাত বাড়িয়ে পাবোনা  নাগাল।
পিপাসিত হৃদয় ছুঁতে পারবেনা।
হলোনা হলোনা আমার হলোনা।
হৃদয়ের মাঝে হয়ে রইলো বেদনা
আকাশের চাঁদের মতো বহু দূরে.....



 কেমন আছো প্রানের বন্ধু গো আমারে ছাড়িয়া
তোমার লাগি কান্দি আমি নিশিথ ও জাগিয়া।।
                                           
কত মায়া ছিলো বন্ধু  আমারও লাগিয়া
কেমন কইরা আছো তুমি আমারে ছাড়িয়া।।
তোমার লাগি কান্দি আমি নিশিথ ও জাগিয়া
বন্ধু নিশিথ ও জাগিয়া।।


 একই ঘরে থাকবো  কয়ে মন বান্ধিছো আমার মনে
জনম কাটে একলা একলা তোমারে ছাড়িয়া।
 বন্ধু তোমারে ছাড়িয়া।।
তোমার লাগি কান্দি আমি নিশিথ ও জাগিয়া।।


জোড়া বান্ধা ছিলাম দুইজন তুমি ছিলা রাধার যৌবন।
ভাটা পরছে ওগো বন্ধু তোমার ও লাগিয়া।
বন্ধু তোমার ও লাগিয়া।
তোমার লাগি কান্দি আমি নিশিথ ও জাগিয়া।।


৩.
ভালোবাসি তাই দূরে দূরে থাকি
আপনাকে নিরবে লুকিয়ে রাখি।।


তোমাকে চাইলে যদি হারিয়ে যাও
স্বপ্ন গুলো পায়ের তলায় যদি গুঁড়িয়ে দাও।
আমার শুধু এই ভয়       আর কিছু নয়
ভালোবাসি হয়নি বলা রয়ে গেলো বাকি।।
ভালোবাসি তাই দূরে দূরে থাকি।


যে সুর বেঁধেছে প্রানে করবে তোমায় ধন্য
এত সুর, এত গান শুধুই তোমার জন্য।
তুমি শুনবে কিনা   তুমি জানো কিনা
যে কথা গহীন গোপনে যতনে যতনে রাখি।।
ভালোবাসি তাই দূরে দূরে থাকি।।