ভাগ্যিস তুমি আমাকে ভালোবাসনি।
আমার প্রেমে যে পড়ে  সে মরে।
আমার  ভালোবাসা ফুল ফুটাতে জানে।
আমার ভালোবাসা নারীর হৃদয়ে স্বপ্নের বীজ বুনে
আমার ভালোবাসা রাত জাগাতে পারে।
জীবনের ডালে বাদুড়ের মতো ঝুলে থাকতে পারে।
ভাগ্যিস, তুমি আমার প্রেমে পড়োনি।
যে ফুল ফুটতো, আমার অপেক্ষায় ঝরে যেত।
যে স্বপ্ন তোমার সহচর্যে  বেড়ে উঠতো,
আমার বিদায় ঝড়ে ভেঙ্গে যেত।
দিন কানা বাদুড়ের মতো ঝুলে থাকতো
তোমার শরীর  জুড়ে।


আমার প্রেমে যে পড়ে সে মরে।
তোমার পূর্বে যারা পড়ে ছিলো,
ডাল-পালাহীন বৃক্ষের মতো দাঁড়ানো
শেষকৃত্যের অপেক্ষায়।
খুব ভালোবেসে ছিলো,বেসেও ছিলাম
কবিতায় কবিতায় জন্মেছিলো ওরা।
আমার ভালোবাসা কবিতার মতো দীর্ঘ
চির স্থায়ী নয়।যাযাবর পাখির মতো উড্ডয়মান
সংসার সম্ভবা নয়, সন্তান সম্ভবা নারীর গর্ভে নেই।


ভাগ্যিস তুমি আমাকে ভালোবাসনি।
আমার প্রেমে পড়লে,
আমার ভালোবাসায়, ম্যালেরিয়া মতো কাঁপতে কাঁপতে
মাটিতে লুটিয়ে পড়তে।আমার দিকে হাত বাড়িয়ে বলতে,
"মরে গেলাম,ধরো।"
আমি তোমার হাত টেনে কখনও তুলতাম না।
কারণ তুমি আমার কবিতায়।
কবিতার চেয়ে কাউকে বেশী ভালোবাসতে পারিনি এ জীবনে।