সব সইতে পারি।
ব্যঞ্জনা-গঞ্জনা,অপমান -অপবাদ।
আঘাত -প্রতিঘাত,
প্রচন্ড শিলা বৃষ্টিতে, চুপচাপ
ঘাপটি মেরে অপেক্ষা করতে পারি,
দিনের পর দিন।
গ্রীষ্মের তাপদাহে,
তৃষার্ত কন্ঠে  নাম জপতে পারি।
পাহাড় সম ব্যথা বুকে নিয়ে,
 সুখের কবুতর হয়ে উড়তে পারি।
আকাশে।


আমি সব সইতে পারি।
 অভিমান, রাগ -অনুরাগ
হেলা-অবহেলা,
 বৃষ্টির জলের মতো ঝাপটা দিয়ে ছুঁতে গেলে
লাফিয়ে দূরে সরে যাওয়া,মতো অপমান।
"ইতর-ফাতর-অসভ্য" গালিগালাজে তাড়িয়ে  দেওয়া।
 তাও ভালো লাগে।
ত্রিফলা বক্ষে ছুড়ে, হৃদয় খন্ড- বিখন্ড করলে
কখনও  কাতরাই না যন্ত্রণায়।
সইতে পারি।
আমি সইতে পারিনা,
যখন কারো হাত ধরে হাঁটো।
কেউ তোমাকে, আমার চেয়ে বেশী ভালোবাসে।
সাপের গর্তে পা ঠেলে দিয়ে, সাপের কামড়ে
নীল হই না।
সইতে পারি।
নীল হয়ে যাই, যখন তোমাকে কেউ আদর করে।