বড় মামা আমেরিকা
          মেঝু মামা প্যারিসে,
ছোট মামা ঘুরে ফেরে
         নেতা গিরি করে  সে।


হুন্ডায় চলে ফেরে
          পায়ে হেঁটে চলে না,
চাপা ছেড়ে সবার উপর
                  সত্য বলে না।


ইয়া.......লম্বা চুল ঘাড়ে
                এক কানে দুল,
  বাম  হাতে রাডু ঘড়ি
            ডান হাতে ফুল।


ডিলে ডালা শার্ট গায়ে
            পড়ে স্কীন প্যান্ট,
উচা মোটা কেড্স আর
          প্যারিসের সেইন্ট।


লেখা-পড়ায় মাথা নাই,
         দিয়ে ছিলো ম্যাট্রিক,
তিন বার ফেল মেরে
         করে ছিলো হ্যাট্রিক।


ইংলিশে পাঁকা তিনি
          ইয়েস নট ভেরি গুড
ঠেলে মেলে  আরো জানে
       নাউ আভি গেট আউট।