পারবিরে তুই খোকন সোনা
           ভাগ্যটাকে বদলাতে,
  পেটের মধ্যির ক্ষুধার জ্বালা
        ক্ষুধার অনল নিভাতে।
পারবিরে তুই দুই হাত দিয়ে
         সামাজেটাকে উল্টাতে,
শোষক-শাষক রাজপেয়াদার
                  নীতিটা বদলাতে।
পারবিরে তুুই বীর সেনানীর
              অন্ধ বাবার  অন্তরে,
জ্বালিয়ে দিতে আশার আলো
              ভালবাসার সুন্দরে।