চলে গেলে আর ফিরে আসা হবেনা।
কথা হবে দেখা হবে
পাশাপাশি বসে গল্প হবে না
হাত ছেড়ে দিলে, হাতে দেখবো
হীরের আঙগুটি খেলছে রোদের সাথে
ঘামের গন্ধ আমার হবে না
 বেলী ফুলের মালার বদলে
সোনার দানা মাদলি ঝুলবে গলায়
চোখে গাঢ় মাসকারায় দেখতে পাবেনা আমাকে।
হাতের রাখীতে দুলবে আগন্তুকের কত মঙ্গল
সবাই দেখবে। আমি দেখবো না এমন তোমাকে।
সবাই হাসবে। আমি কাঁদবো
চলে গেলে আর ফেরা হবেনা
উইল করে নেবে তোমাকে
ঘরের ঝল মল ঝাড় বাতির আলোতে
দেখবে না আমার অন্ধকার।
হাত ছেড়ে দিলে, উইল হয়ে যাবে তোমার
আমার বলতে কিছু থাকছেনা।
পেছন থেকে গলা জরিয়ে, আহ্লাদ করে বলবেনা
 "তুমি  আমার জানু।কত্ত ভালোবাসি তোমাকে।"