আমরা না হয় চলে যাবো।
বহু দূরে, কোথায় যাবো তা জানিনে।
হয় তো নদী হয়ে,
দূর সাগরে।


হয় তো আকাশ ছিঁড়ে অনেক দুরে।
আমরা হয় তো পথ হারাবো।
বন পেড়িয়ে, মন হারিয়ে মনের মাঝে।
আমরা না হয় চলে যাবো।
অনেক দূরে।


বুকের ভিতর যে বাসা ঝুলে বাবুইর মতো,
লুকিয়ে যাবো তার ভিতরে।
কেউ পাবেনা। কেউ পাবেনা
যারা মাঝে দেয়াল করে,
তোমায় আমায় বিভেদ করে।
তারা থাক এ ধরাতে।
আলো জ্বেলে,আমরা না হয়
মিশে যাবো আঁধারে হয়ে
ঐ আঁধারে।


আমরা না হয় চলে যাবো অনেক দুরে।
যে যা ভাবুক নিন্দুকেরা।
পুড়ে মরুক হিংসুটেরা।
আমরা না হয় চলে যাবো। বহু দূরে।
বহু দূরে।বহু দূরে।