মহাশয়,
আপনে এইবার ইলেকশনে খ্যাড়ান।
আমার ন্যাংটা পোলাডা, বিস্কুট আর
হাওয়াই মিঠাইয়ে লোভে আপনের মার্কা
লইয়া ফালাফালি করবোনে।
আগুন লইয়া খেলা,
বুঝবার মতোন আক্কেল হয় নাই।

মহাশয়,
আপনের অনেক টেকা।
আমাগো রক্ত চুইষ্যা হইলেও,আমাগো হক নাই।
আপনে ইলেকশনে খ্যাড়াইলে, কিচু টেকা আমগো
জেবে ঘুইরা আইবো।
নইলে কেড়া হইবো,আমাগো পেটের কেড়া।


পরকালে, সাপ হইয়া জন্ম লইলে।
আপনের ঠাং দুইডা কামরাইয়া ছিন্ন ভিন্ন কইরা দিমু।
এই ঠাং দুডা ধইরা বাঁইচা থাকতে হয়।
এই ঠাং দুডা আমাগো পাছায় লাথি মারে।
ঠাং দিয়্যা  বেগম সাহেবারে কেচকি মাইরা রাখেন।
আর আমাগো  স্বপ্ন, চিপায় পইরা মরে।


মহাশয়,
আপনে  কুত্তার বাচ্চা কইয়া ডাকেন।
আমি কুত্তা।সারা দিন  আপনের পিছনে কুত্তার মতোন দৌড়াই।কুত্তায় কামড় দিতে পারে।
আমি পারিনা।তাই আপনার বিলাতী কুত্তাডা
আমায় দেইখা দৌড়াই আহে।
এই বিলাতী শ্যালা লাইগ্যা আপনে আমারে পিটাইছেন।
অনেক ল্যাতি মারছেন।


অনেক মহব্বতের। জামাইয়ের  আদরে থ্যাইকা
অনেক তাজা হইতাছে,
ফরমালিন মুক্ত গরুর গোস্ত খাইয়্যা।
আর আমি, খাওনের অভাবে শুকাইতাছি।
আমার লাইগ্যা থাকে পঁচা গান্ধা।


ঐ জানোয়ারের লাইগ্যা একখান ফোমের গদি আছে।
ফোমের বিছানা আছে
আমি আপনের পায়ের সামনে মাটিতে বহি।
একখান বিদেশী পায়খানাও বাইছেন।
আর আমাগো গেন্দীর মায় খোলা ময়দানে
' সারতে গিয়া তিনটা পাগলা কুত্তার খপ্পরে পড়ে।
কুত্তাডি লাফাইতে থাকে।


মহাশয়,
আবারো যদি আমারে পয়দা করেন।
বিলাতী কুত্তা কইরা পয়দা কইরেন।
মাদি কুত্তা প্রসব বেদনা আপনের বেদনা।
কাইন্দা বুক ভাসাইয়া দেন।আমার
যক্ষার কাশে রক্ত পড়লে নাক ধইরা পলান।
আমি ঠিক করছি আগামী জন্ম আপনার কুত্তা
তার মতো কুত্তা হইয়্যা জন্ম নিমু।