ঃ বলতে পারো আমি কোথায়?
ঃ কোথায়?
ঃদুর আকাশে, মেঘের দেশে।
ঃমিথ্যে কথা।এই তো তোমায় ছুঁতে পারি।
ঃতাই তো!
ঃএবার বলো? কোথায় আমি?
ঃকোথায়?
ঃসাত সাগর আর তের নদীর ওপারে।
ঃমিথ্যে বলো।এই তো তোমার হাতদুটো ধরতে পারি।
ঃআচ্ছা।আমকে তুমি দেখতে পাও?
ঃখুব দেখি।এই তো তুমি।চোখে জল।