ঘরে থমকে আছে আঁটি আঁটি  স্বপ্নালু দুপুর
বারান্দাতে ঝুলন্ত বিকেল পরে রইল
দুঃখের উঠানেতে নৃত্যতাল মানায়না সোভা
খুজেছিলে লুকিয়ে গোপনে সুখের চৌকাঠের ।।


কল্পনার গগনে বাজিয়েছ ভালবাসার মাদল
মরন তোরণ বীণ দুয়ার সায়াহ্নে
ভাবনা আবেশে খুঁজেছিলে পাতিয়া কান
পেতে এক নয়া জীবনের আহ্বান ।।


উল্লাসে উদ্বেলিত রচনার সন্ধান
অতি নিকটে আবাস ঘাঁটি
বড্ড বেশী সুখের হবে
সপ্নের ডানা মেলতে পাওনি বাধা ।।


কটিতে বাঁধিয়ে কাছা
ত্যেজিয়েছি বাহুতে নবীন বল
সোনালু ধরণী ছুঁইব বলে উড়িয়েছি স্বপ্ন কেতন ।।


হৃদয় যখন উতলা আজি
কাড়িয়ে রুপালি ঝলক
টুটিইয়েছ মন বল
টুকরো হল আলোর দিশারী  ।।


জড়ো হল ভগ্ন ভগ্ন বিরহ খণ্ড
তলিয়ে তলায় সুখের সমুদ্র
নিদারুন উপহাসের খোরাক জমে
হাহাকার কান্না ভাগ্যের তলানি তট ।।


কষ্টকর প্লাবন এলো বহিয়ে
হতাশার ঘিনিয়ে বিষিয়ে ভরে জীবন
আনিয়ে দিলে শুন্যতার রাজ্য
কপালে জুটে থকল তিমির রাত আমার ।।


দুই আঁখি মেলি
তাকি ঐ দূর আকাশ পানে
আজ ইচ্ছে করে খুব বেশি জানতে –তোমাতে
জ্বালাবার  ইচ্ছে হল কি শেষ
নাকি রয়েছে এখনো আরো অনেকটা বাকি... ?


-হায়দার ।
প্যারিস,ফ্রান্স
০১/০৪/২০১৫