আভিবাদন আমার


নিটোল মন;উদাসী চোখের ভাষায় বুজতে চায়
পাহাড় চূড়া না বলা হরেক কথা
অনতি দূরে স্বপ্ন দুয়ার খুলে চাই পেতে মনের মোহনা
নিতল স্বর্গ সৈকত দেব পাড়ি
অন্তহীন ভাবনা ; ক্লান্ত দেহ হচ্ছে দাহ্
ভেসে ভেসে চলি নিলাদ্রিতায়
হৃদয়ের গহিনে বাজে বিষের বীণ
ইচ্ছে শক্তি খুজে কুঁড়াই সুখের বিলাসীতা।


জমেছে ধরণীতে নিকষ মেঘের ঘনঘটা
রুপ নিয়েছে কাল বৈশাখী
ঝিঁঝিঁ কান্না আর অসুভ হুতুম পেঁচার রাগ
শত ব্যাথায় শুন্যতা
হরেক কষ্ট করেছি সঙ্গী,
পার হয়ে যায় সারারাত
ব্যার্থ আশায় নির্ঘুম চোখে  শ্রাবনে বরষা
গোপনে শোভা হারায় বাগিছা বাগ।


ভয়ঙ্কর কালো ঠাই ছিল মেঘের ওপারে
অলক্ষুণে কারন
উতালা কল্পনা দুর্বিষহ বাসা বাঁধে
পরানে জ্বালে আগুন ।


গুঁড়ি গুঁড়ি মেঘে বইছে মৃদু বাতাস
গোপনে জমে আবেগী দিন
শ্রাবণে ধুলছে ধুলনি প্রবন হৃদয়
হারানো মনে ভরসা ; ফোটাবে সুপ্ততার মাঞ্জুরি।


এসে রইলে দাঁড়িয়ে অপেক্ষায়
নিবির পরশ মাখিয়ে আন্তর কানন
শুধালে যা ,দেখা হবে কোন এক সন্ধিক্ষণে
ভরপুর জমকালো আঁধারের ওপ্রান্ত থেকে
বাড়াবে তোমার হাত।


সুভ্রতার ছোঁয়া নিয়ে
আকাশ কপাট খুলে এসেছ ঊড়ে
ভেজাবে তৃষিত হৃদয়
ব্যাকুল ক্ষনেতে লুকোচুরি ভাবনাগুলো
খুজে পাব শান্তির বর্ষা ।


স্বপ্ন দেখি  মনের মতন
বিরহ পেরিয়ে সুখোষ্ণ আনব ছিনিয়ে
তোমাতে রয়েছে আভিবাদন আমার
জড়ালে স্বপ্নরাঙ্গা ভাললাগায়
হলাম আশান্বিত গোপনে আমিও যে।


-হায়দার ।
প্যারিস,ফ্রান্স
১৯/০৪/২০১৫