বাসন্তী স্বপ্ন
-চৌধুরী রেজাউল হায়দার ।


উথালপাতাল বইছে চৈতালি
বহীতে থাকুক ক্ষয়িষ্ণুর ঝড়,
আসুক বাধা আসুক শত তুফান
পালিওনা দুই আঁখির সিমারেখা ছাড়ি।


ভেঙ্গে যায় যদি কভু পিঞ্জর
অফুটন্ত থাকুক যত বাঁকাচোরা কারন
যেওনা হারিয়ে;থাকে যে বারণ,
দাড়িওনা দূর বিজনে
নইকেউ সান্ত্বনার ওপাড়ে
অস্রু দিওনা গড়াতে
স্থায়িত্ব পাবেনা দুঃখের বাড়ন।


ফুটিয়ে সাজিয়েছি বাসন্তীস্বপ্ন
বিমোহিত সংগোপনে উদাসী ভাবনা
দেই পাড়ি চেতনার জলপথ,
হৃদয়ের মাধুরী ছড়ায়ে চলি একাকী
পারবেনা পালাতে রেখে মোরে নির্জনে।


মনেতে অভিলাষ যাই গুন গুনিয়ে
সচেষ্ট রই বিরহচোঁয়া  ভুলবার
নিজ অজান্তেই রচি বৃন্দাবনের বাহার,
ছুঁয়ে আসি সাগরের নীল
ভাবনাবুনি আশার পর্বত চুড়ার ।


সযত্নে লালিত মণিময় অট্রালিকা
হৃদয়ে থামাতে কোন এক বিসুভিয়াস,
বনমল্লিকার নেত্রে তরুবীথি বীণাবিনিন্দিত
শশীতলে রই বিভোর মগ্ন
সুরের মূর্ছনায় দমাই উল্টা রথ ।


কল্পনার চারুকাজ রেখেছি আঁকিয়ে
বিমূর্ত উল্লাসে ভাবনা কুড়াই,
তৃষিত হৃদের তৃষ্ণা মিটাব বলে
ঝুরিতে ভরি  খণ্ডখণ্ড আনন্দ ।


উজাড় করি বিস্তীর্ণ আদর সোহাগ ঝুলি
চাষিয়ে যায় চিলেকোঠা অন্তর কানন,
স্মৃতিরা দেয় বিমুগ্ধতার হাতছানি
জেগে উঠবে এক চিলতে সুভ্রতার আকাশ
ভবলোকে হবে ঠাই টসটসে চাঁদ জাগা এক বন্দর।


-হায়দার ।
প্যারিস,ফ্রান্স
০৪/০৫/২০১৫


স্নেহতুল্য বন্ধুবর সদ্য বিবাহিত নব-দম্পতী নাসির ভাই ও ভাবিকে উৎসর্গ করা হল লেখাটি !