শেষ ডেসটিনি
-চৌধুরী রেজাউল হায়দার !


প্রাপ্তির আদায় অনাদায় সংক্রান্ত প্রশ্নবাণ
হাতের টুকটুকি বাজিয়ে ক্ষনিকেই দিলে উড়িয়ে
বেগবান হয়ে রয় ব্যথাতুর হাহাকারের আর্জি !


সত্যের পূজারী ডুকরে কাঁদে
দেখেছে যে কুটিল ইশারা ,অবিশ্বাসেরস্থল
কিংবা বিশ্বাসের অবস্থান নড়বড়ে আজ ভীষণ !


দেখা মিলে অমীমাংসিত কথাবলী
লৌকিকতার খাতিরে তাহলে কি পুঁজি
কিংকর্তব্যবিমূঢ়তার দোয়াই টাই
এইতো দেখি আমানতের খেয়ানত
নতুবা পরের হক্ক জায়েজ করার এক সূক্ষ কৌশল !


জীবন সায়াহ্নে খুঁজি কষ্টার্জিত ধনরত্ন
হারানকে ফিরে পেতে রয়েছি অপেক্ষায়
মিলেনা সন্ধান, অদৃশ্য ইশারা কেড়েছে ভরসা  
পায়ের তলায় সরে  মৃত্তিকার পরশ প্রলেফ
অন্ধকার ঘনিয়ে আসে প্রফুল্ল  চিত্তের !


জীবন্ত স্বপ্নগুলো ধীরে ধীরে প্রবর্তিত অনিশ্চয়তায়
ভারাক্রান্ত আর পরিশ্রান্ত বদনে দেখি মরিচা !


ইহকাল পরকাল কিংবা মৃত্যু জানাজাতেও
রেখে দিলাম একই  ফেরৎ নাপাওয়ার আর্তি
সবসময়ই মোর থেকে যাবে একটিই দাবী
এই যেন ছাড়ার নয় !


দেখতে চাইনা বিচারের এই প্রাঙ্গনই
হতে হবে অসহায়ের জন্য শেষ ডেসটিনি !!!
(৩০/০৩/২০১৭)


-হায়দার !
প্যারিস ,ফ্ৰান্স !
০১/০৪/২০১৭


-হায়দার !
প্যারিস ,ফ্ৰান্স !
০১/০৪/২০১৭