রেজভী আমার বন্ধুবর, হাসে সে সর্বক্ষণ,
মলিন মুখ দেখলেই পরে লাগে কেমন মন।

পড়াশোনায় খুবই ভালো, লেখেও দারুণ বেশ,
তবু বলে, "শেষ আমি, পরীক্ষা হলে শেষ!"

বিতার্কিক সে, বক্তাও ভালো, নেতৃত্বেও তুখোড়,
ভুল হলে বলে বিনয়ে, “অনুতপ্ত রে ভাই বড়!”

আদব-লেহাজ চমৎকার, রসিকতায়ও পটু,
পাতলা গড়ন, শান্তশিষ্ট, সবার সে সখী ছোটু!