# কবিতা
# হৈমন্তী রায়


এক আকাশ তোমার আমার


এক আকাশ চাই তোমার আমার,
এক সাগর সীমানা-হীন দিগন্ত নীল,
এক মাটি বৃষ্টি ভেজা স্বচ্ছ সবুজ,
বাতাস যেথায় বিভেদ বিষে হয়নি মলিন..
মানুষ আমি মানুষ হয়েই রইব যেথায়,
মানবতাই ধর্ম র’বে মোর হৃদি-মাঝ,
ভালবাসার বাঁধন যেথা সবার মনে..
রেষারেষি ইঁদুর-দৌড় নেই জীবনে!


তুমি হয়তো ভাবছো এতো অলীক স্বপন!
অসম্ভবের এ কল্পনার সাহস কোথায়?
অন্ধকারের কালো ধোঁয়ায় ঢাকছে ভূবন..
স্বার্থ এখন সর্বগ্রাসী, মানবতা গোলকধাঁধায়..
একটু একটু ক্ষয়ছি সবাই, বাড়ছে ফাটল
তবুও স্বপ্ন আমার চোখ জুড়ে নতুন ভোরের..
আশার আলো নাহয় আবার একটু জ্বালো
আঁধার গাঢ়, সকাল আসুক, ফুটুক আলো॥