আমার পৃথিবী


সবুজ  হারিয়ে ইঁট পাথরে ঢাকছে রোজ,
আকাশ তার হারাচ্ছে নীল দূষণ ধোঁয়ায়,
সাগর জলে প্রতি নিয়ত মিশছে বিষ
মেদুরতা ক্ষইছে তপ্ত প্রখরতায়।
শীতল তুষার গলছে প্রতি পলে পলে,
পাখির ডানা ক্লান্ত হয়ে পড়ছে গলে,
জঙ্গল তার রূপ খুইয়ে কঙ্কালসার
কোথাও মরু, কোথাও নদীর ভাঙছে পার।


হাজার জীব শেষ কিনারায় লুপ্ত কিছু,
প্রগতির দৌড় জেরে হচ্ছে বলি
আপন রস নিংড়ে বাঁচায় সবুজ কিছু।
আমরা তবু মেশিন চাকা ঘুরিয়ে চলি।
গরল বুকে সইছে দাপট অকাল ঝড়ের,
কখনও তার কাঁপছে দেহ ফাটল গভীর,
তলিয়ে গেল গুঁড়িয়ে কিছু ভাঙল কত
আমরা তবু শ্রেষ্ঠত্বের বড়াই করি।।


হৈমন্তী রায়