অনাবৃষ্টি


বড্ড রুক্ষ বড় কঠিন এ সময়,
তপ্ত খরার উত্তাপে কী বিষ!
সর্বগ্রাসী বিদ্বেষ মন জুড়ে,
অশান্ত ঝড় বইছে অহর্নিশ।
সমব্যথী কেউ তো কোথাও নেই,
যেদিক তাকাই হাহাকার সেখানেই...
লোক পিটিয়ে হাতের সুখ পাওয়া,
ঘর পুড়িয়ে উল্লাসে গান গাওয়া,
বিভেদ মনে, রঙে, সমাজ জুড়ে...
অহংকার আর দম্ভ মাথা ছুঁয়ে.....


বৃষ্টি, তুই কোন সুদুরে বসে?
কিসের অভিমানে মুখ ফেরালি?
ভালবাসার শীতল ছায়া কই?
সকল সয়ে তোর আশাতেই রই...
মাঝে মাঝে মেঘের লুকোচুরি,
প্রতিক্ষার গহন আঁধার ঘুরি...
ভাবতে শেখায় তুই আসবি বুঝি!
এ রুক্ষতায় শুধু তোকেই খুঁজি...


অনাবৃষ্টির অভিশাপ সয়ে সয়ে,
শুকনো জীবন চলছি বুকে লয়ে...
অন্ধ চলন, অভ্যাসে আরাম
গরল বুকে মন বিষে পুড়লাম।।


                    #হৈমন্তী রায়