বাঁচতে শেখা


কে যেন বললো ...
আহা লক্ষীশ্রী গড়ন,
মুখ খুলতে শিখলি না মন...
ওই বুকে যে আগুন চাপা,
রইল সব শক্তি ঢাকা,
সইতে শেখাই হলো জীবন ভোর...
গড়তে পারিস...লড়তে পারিস কি তুই?
ভাঙতে পারিস? বইতে পারিস শুধুই...


কে যেন বললো ...
অবলা সরলা তুই,
নিজের কথা কইবি কারে আর!
নিজের ভার বইতে পারিস,
সোজা হয়ে চলতে পারিস,
বুঝলো কজন? জানলে যদি..
মানলো কি কেউ?
জোয়াল টেনেই চলবি শুধু...
শক্ত হাতে ধরবি না হাল?


আজকে দেখি কোল জুড়ে তোর ...
লক্ষী করে গড়বি একে?
তোর মতোই নিস্তরঙ্গ শান্ত ধীর
আগুন চোখে দীপ্তি ছড়ায়
বললি কানে
মানুষ হবে, স্বকীয়তায় উদ্ভাসিত!
ওর জন্য রাখবি তুই অন্য ভূবন!
সমাজ যদি বাধ সাধে?
রুখবি একা, লড়বি একা,
শ্বাস নিয়ে নয়, প্রাণ নিয়ে বাঁচতে শেখা॥