#কবিতা
#হৈমন্তী রায়


বেপরোয়া


সাবধানী চলনে,
রাখা ঢাকা বচনে
গা বাঁচিয়ে, পাশ কাটিয়ে,
ভদ্রতার খোলসে কাটলো জীবন আধা!
মনের ইচ্ছে রাতেই ঘুমের দরজায়...
গন্ডীর বাইরে জীবনের হাতছানি
করেছি উপেক্ষা, শাসন করেছি
অবাধ্য যদি কখনো হয়েছে মন।


আজ ভাবি বেপরোয়া ঝড়
হওয়া রইল বাকি...
অবাধ্য বেহিসেবী ভাসা হলো না আকাশে,
ভিতরের আমি রইল কি গুহার অতলে?
বদ্ধ ডোবায় কি ঝরনার উচ্ছলতা থাকে?
হাতে গোনা জীবনের পাতায়
কিছু বেনিয়ম যদি লিখে যাই...
না বলা কথা যদি হয় প্রতিবাদ
প্রতিধ্বনি ফেরে বাতাসে
মনের আগল খুলে ছুটি বেলাগাম...
উড়ন্ত ডানা, বেপরোয়া, নির্ভয়!