দাবিহীন


দাবীদাবা নেই কো কিছু
গরবিনী চলে শ্বশুর বাড়ী
বাবার অহংকার মাথা উঁচু
সাথে নেই যৌতুকের সারি।
হঠাৎ কানে টুকরো এল
খাট বিছানাও বাদ দিল?
বহর দেখ নমস্কারী-
বিবেচনা বলিহারী!
আলমারী নেই! কেমন বাবা?
কাপড় গয়না বড্ড খেলো!


লজ্জা, রাগে, চোখের জলে
কানে যেন গরম সীসে-
সারাজীবন বইবে জেনো
অপমানে জ্বলবে বিষে!
যাদের জন্য অহংকারে
মাথা তার উঁচু ছিল,
বড়মাপের মানুষ ভেবে
হৃদয় জুড়ে রেখেছিল,
অপমানের দমকা হাওয়া
ওলট জীবন, পাল্টিয়ে মন-
বইবে  শুধুই,নিয়ম মানা...
জুড়বে না তার চিড় ধরা মন
চলবে শুধু জোয়াল টানা।।


হৈমন্তী রায়