মনমিতে


ওই কাজল কালো চোখ,
ওই লালিম রাঙা ঠোঁট,
ওই রূপের কলস তোর,
ওই চিকনপানা মুখ
এসব দেখে মন মজেনি মোর....


তোর নরম কোমল মন,
তোর সরল হাসির রোল,
হৃদে ভালবাসার ঢেউ,
যার তল পায় না কেউ.....
তাতেই বুঝি মন ডুবেছে মোর!


মনের সাদায় মুঠো রোদ,
আপন করার স্বভাব তোর,
মায়ায় ভরা দুটি চোখ,
আদর মাখা হিয়া তোর...
বুকের মাঝে ঝড় তুলেছে মোর!


তোকে পেয়ে ভাবি তাই,
এ যে অরূপ রতন হায়,
আমি ঐ সাগরে হারাই
সবটুকুতে রইলি জুড়ে তুই...
মনমিতে মন সজনী মোর।।


                   হৈমন্তী রায়