অভিমানের আলো আঁধার


মান ভাঙানোর কেউ
অভিমান কে বড় ভালবাসায় মোড়ে!
যত্নে মেঘ সরালে, রোদের হাসির মতো...
আদুরে সোহাগ, কপট রাগের
সহাবস্থান, সম্পর্কে মাধুর্য আনে।
মান ভাঙানোর কেউ
অভিমানকে বড় ভালবাসায় মোড়ে।।


অবহেলার একটা আঘাত,
অভিমান কে গভীর, বড় কঠিন করে।
গুমট, কালো মেঘ ঝড়ের আঘাত আনতে পারে
তাচ্ছিল্য যে ক্ষতের জন্ম দেয়...
চিড় থেকে ফাটল, অতল খাদের দুরত্ব ঘনায়
অবহেলার আঘাত
অভিমান কে আরো গাঢ় মেঘে ঢাকে।।


হৈমন্তী রায়