অপেক্ষার দিন অপেক্ষার রাত


তোর অপেক্ষায় দিন গুনি না আর
ভুলে থাকি দিন যাপনের ভিড়ে,
শুধু রাতে পাশের বালিশটার..
কেন যে রোজ তোকেই মনে পড়ে!


আমি আছি দিব্যি মজে নিজে
অভ্যেস কাজ ব্যস্ত জীবন ঘেরা
তোর কথা আর ভাবছিনা একটুকু
সময় কোথায় অতো নষ্ট করার?


শুধু ভোরের পাখিগুলো আজও
তোকেই কেন করে ডাকাডাকি?
অবুঝ, কত বোঝাই আমি রোজ
আমার কথায় কান দিচ্ছে নাকি!


আমি দিনে ছাই ভাবি তোর কথা
আমার কি সে ফুরসত আর আছে?
শুধু ছাদের ফুলগুলো সব খোঁজে
বলে আমায়,”দোসর নেই কাছে?”


দুপুর বেলা ক্লান্ত যখন আমি
গানের সুরে একটু একলা হওয়া
হঠাৎ কানে ফিসফিসিয়ে বলে
“পড়ছে মনে একসাথে গান গাওয়া?”


আমি তো বেশ তোকে ভুলেই ছিলাম
দেওয়াল গুলোর বড্ড বাড়াবাড়ি,
রোজ বলছে, আসবি কবে তুই?
আমায় শুধু করছে জোরাজুরি।


সেদিন দেখি বৃষ্টি নামার পরে
আমায় বলে,”ভিজবি কবে দুটি?”
রোদের ঝিলিক বলছে,”আকাশ দেব..
মাখবি কবে আমায় দুটোয় জুটি?”


দরজাগুলো কান পেতে সব আছে
শুনবে বলে শব্দ তোর পায়ের,
জানলা আমায় বলছে, “চিঠি পাঠাস..”
মিঠে হাওয়ায় পৌঁছবে তোর কাছে!


আজকে তাই লিখছি তোকে বসে
ফিরবি কবে? আর কত দিন দেরি?
দিন গুনে কাটছে ওদের রোজ ..
পারলে আসিস একটু তাড়াতাড়ি।।


হৈমন্তী রায়