সেতু


দুই মন দুই নদী পাশাপাশি বইছে
কোনোদিন মিলবি না?
ঢেউ সুর তুলবে না?
ছন্দহীন শ্লথগতি  
বয়ে চলা নিরবধি,
নিরাশার দোলাচল
বিভেদের কোলাহল।
ভালবাসা কিছু নেই?
একপেশে চলনেই?
স্রোত টান দিনমান
কিসে মন উচাটন?


দুই মন দুই নদী পাশাপাশি বইছে
ভালবাসা রেখে যাক,
স্রোতে সুর গতি পাক,
হিয়া পাক ভাষা তার
মিশে মন একাকার।
ঢেউ হোক উত্তাল
হোক যত বেসামাল,
সেতু হোক বন্ধন
উদ্বেল প্রাণমন।।


হৈমন্তী রায়