তখন আমি ঝর্ণা ধারা


তখন আমি ঝর্ণা ধারা,
তখন আমি দুই বিনুনী,
তখন আমি মায়ের কোলে
শুনছি সুখে ঘুমপাড়ানী।


তখন আমি কুমীরডাঙায়-
তখন আমি বিকেল রোদে
খেলনাবাটি, বন্ধু মিতে
ভাসছি সাগর খুশির স্রোতে।


তখন আমি সবুজ মাঠে,
তখন আমি হলুদ বাড়ী
ছন্দ গীতে, বইয়ের পাতায়
কুড়চ্ছি যা পাচ্ছি তার ই।


তখন আমি আপনি মজে
তখন আমি ভাসছি মেঘে
পক্ষীরাজ আর ব্যাঙ্গোমারা
ডাকছে আমায় হাতছানিতে।


তখন আমি ক্লান্ত রাতে,
বাবার বুকে রাখছি মাথা।
আবদার আর নালিশ মুড়ে
চলছে কত গল্পগাথা।


শান্ত নীড়ে থাকছি ঢেকে
মায়ের আঁচল শীতলপাটি,
ঘুমের দেশে পৌঁছে গিয়েই
স্বপ্নে পা ডুবিয়ে ছুটি


এখন আমি পিছন পানে
তাকিয়ে দেখি স্নিগ্ধ চোখে-
ছেলেবেলা হারায় নি সে
যত্নে আছে বুকের মাঝে।।


হৈমন্তী রায়