অপ্রচ্ছন্নতার মাঝেই বসবাস,
তবুও মাঝে মাঝে একটু প্রচ্ছন্নতার প্রলেপ মাখিয়ে নেয়া-
যদিওবা তা ভ্যানিশিং ক্রিমের মত ক্রমাগত উবে যায়,
তারপরও নিজেকে প্রচ্ছন্ন রাখার কি নিদারুণ প্রয়াস!


যত্রতত্র খানাখন্দে ভরা জীবনের রাস্তাটা,
তার মাঝেই হাঁটা, চলাফেরা, ঘুম, নির্ঘুম, অশান্তি, প্রশান্তির ব্যাপকতা।


আবার সরীসৃপের মতোই পা ছাড়া হেঁটে বেড়ানো।


আহা! কি যে পরিতৃপ্তি,
এই একই জীবনের খানিকটা ছেঁড়া অংশ নিয়ে
যদিওবা ওই একটু দূরেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মহাকাল।


কি বিভক্তি! প্রতি পদক্ষেপই যেনো নিক্তিতে মেপে নেওয়া,
তবুও সংকোচ, সংশয়, দ্বিধার সমন্বয় ঘটেই চলেছে-
আর অতঃপর কিংকর্তব্যবিমূঢ় হয়ে নির্বাক চেয়ে থাকা।


আমি কি-
আমাতেই বিলীন হতে পেরেছি কখনো?