রূঢ় চৈত্রের ভর দুপুরে
পাকুড়ের ছায়া গায়ে মাখি,
তমালের চির হরিৎ শাখা
স্নেহ তার বুকে ধরে রাখি।
ক্লান্তিহীন নাবিকের হাত ধরে
হারিয়ে যাই সাগরের মোহনায়,
অন্তিম সূর্যের আভাতে রাঙিয়ে
লুকোচুরী খেলি ভর জোসনায়।
মায়ার টানে স্মুতির আঙিনায়
মেলে রাখি হৃদয়ের কথাগুলো,
বাড়ুক না হয় আবেগের শাখা-প্রশাখা
ভরুক না হয় অজানিতে কিছু ধুলো।
আশার আলোকে নিজেরে ঘিরে রাখি
পৃথিবীটা কেন জানি মনে হয় মায়াময়,
শাশ্বত রাত্রির বুকখানি চিরে
দেখে যেতে চাই অনন্ত সূর্যদয়।