ভর দুপুরে দোল খেয়ে যায়
পূবের হিমেল হাওয়া,
নীল আকাশের বুক চিরে
শান্তির নীড় খুঁজে পাওয়া।


হয়ে গেছি হতবাক, বিমূঢ়
না জানি কোন শংকায়,
গর্জিয়া উঠিল মেঘ অসময়ে
হঠাৎ জেগে ওঠা ঝড়ের ডংকায়।


নামিবে এখনই অঝোর মেঘের ঢল,
তাল তরঙ্গে ভাসিবে ধরাতল।


ভীষণ জটাজালে ঘিরিয়া ধরিছে
পচিমে ঢলিল সূর্য.
প্রবল টংকারে বহিছে প্রবল
এ যেন কোন রণতূর্য।


কোন নাম না জানা শিল্পী
আঁকিছে কি ছবি কোন খেয়ালে,
ছড়ায়ে দিয়াছে যত কালো রঙ
অসময়ে গাঁথা কার দেয়ালে।