তার খোঁপাতে গুঁজে দিতে পারিনি
এক গোছা কুঞ্জলতা-
এটা আমার অক্ষমতা।
ইচ্ছে হয়েছিলো, সদ্য ফোটা গোলাপটা
হাতে তুলে দিতে-
সে আসেনিকো সেটা নিতে।


সাদা অন্ধকারে ঘিরে রেখেছিলো
যেন চারিদিক-
পাইনি কিছুই আর ঠিক।
ওপরে ওঠার বাঁকা সিঁড়িটা
গিয়েছে যেন আরও বেঁকে
ছবিটাকে আর যাইনি যে, এঁকে।


পরিযায়ী পাখির ডানায়
ভর করেছে রুঢ় নিয়তি-
দেয়নিতো কোনও বিরতি।
আবহ সঙ্গীতের মতো
ছড়িয়েছিলো তা দেহমনে-
তাই ভেবে ফিরি নিরজনে।


ওদিকে, পায়ে পায়ে
সময় গড়িয়েছে কতো
ঝরে যাওয়া বকুলের মতো।
প্রাণের ভেতরে বয়ে যায়
একোন প্রাণকোষের উৎসব-
হারানোর অভাবে রইলো যে বৈভব।


সাগর কি আশা নিয়ে
ঢেউগুলোকে আড়াল করে রাখে-
এই অসময়ে কোন পাখি
ডাকিলো যে জারুলের শাখে।


("বাসপ কাব্য সংকলন" থেকে।)