বিবেকের দ্বারে হানিছি আঘাত
বিবেক গিয়াছে কোথা?
শানিত করিতে চাহিছি তাহারে
গিয়াছে হয়ে তা ভোঁতা।
সত্য প্রকাশ করিলে সকাশে
লাগে যে বড়ই তিতে,
অন্যায়কারী আর দুর্নীতিবাজ
হয়েছে বেজায় মিতে।


চেষ্টা করিনা যতই আজিকে
খুলিতে জ্ঞানের দ্বার,
বিবেক হায়রে অন্ধ সাজিছে
নেই তাতে কোনও ধার।
দলিত মথিত হয়েছে বিবেক
রয়েছে পড়ে এক কোণে,
সত্যের বাণী কাঁদিয়া ফিরিছে
কেবা কার কথা শোনে।


কেবা কাহারে প্রশ্ন করিবে
উত্তর আছে কি জানা?
নিষেধের জালে জড়ায়ে সবি যে
সত্যটা কওয়া মানা।
কেইবা খুলিবে বিবেকের দ্বার
হয়ে তার ধ্বজাধারী,
গাহিবে সজোরে চেতনার বাণী
কিছুতেই না হারি।


(“শূন্য দশকের কবি ও কবিতা” থেকে)