মৌন ব্যথায় কাঁদিছে কেতকী
কোন ধূসর অবেলায়,
আঁখি বারি ছাপি বসিয়া চাতকী
মত্ত ভবের খেলায়।


বিরহী বেণুতে ডাকিছে কাহারে
কোন সে নামটি ধরি,
শূন্য হিয়া লয়ে গাঁয়ের বঁধুটি
চলিছে গাগরী ভরি।


আঁধার ঘিরিছে তমালের বনে
কোকিলা ডাকিছে শাখে,
মরমের কথা কইবে কাহারে
সকলই লুকায়ে রাখে।


বেনুবনে আজি ঝরেছে বকুল
কুড়ানোর কেহ নাই,
কে যেন কবে এসেছিলো দ্বারে
পিছু ফিরে চাহে তাই।


বিরহের সুরে কেইবা গাহিছে
কেইবা বুঝিবে তাহা,
যমুনার তীর বিরান হয়েছে
ভিড়ে ভরা ছিলো যাহা।


লুকালো কোথায় প্রাণের প্রিয়তমা
হারায়ে গিয়াছে কবে,
বিনি সুতি গাঁথা ফুল্য মালাটি
অযতনে কি পড়ে রবে? ...