ভাঙ্গনের গান শুনি যেনো চারিদিকে
বাঁধনের তার ছিড়ে গেছে কবে
প্রলয়ের ধারা লাগে এসে বুকে।
কাননের ফুল তলে পড়ে আছে
কুড়ানোর নেইতো কেউ
হৃদয়ের মাঝে অমানিশা ভরে
খেলে বেদনার ঢেউ।
শ্রাবণের ধারা ঝরে ঝরে পড়ে
ভরে দেয় মোর আঁখি
প্লাবনের বানে ভেসে গেলো সব
কাহারে কিভাবে ডাকি।
আঙ্গনের সীমা ভেঙ্গে গেছে কবে
দেখিতে পারিনি আমি
আসরের শেষে খুঁজে ফিরি একা
গোধূলির পানে থামি।