থাকুক না দুয়ারের আগলখানা খোলা
থাকুক না স্মৃতিগুলো সেখানে তোলা।


বহুক না সেই আলয়ে ক্ষণিকের দখিনা
ভরুক না হৃদয়ের অন্তহীন আঙিনা।


জ্বলুক না সেখানে বিমল জ্যোতি
হউক না সে গৃহের নারী আরও পুন্যবতী।


ডাকুক না শাখাতে উচ্চ স্বরে পাখিগুলো
বাড়ুক না আসা-যাওয়ার পথে আরও কিছু ধুলো।


তবুও চলিতে চাই আজিকার এই ধরাতে
শীত, বসন্ত, বর্ষা, হেমন্ত, শরতে, খরাতে।