একটু আলো দেবেগো মোরে,
কোন এক নবীন প্রাতে, রৌদ্রস্নাত প্রহরে
মাখবো গায়ে,
আর ফেরি করে ফিরবো তারে-


একটু মুক্ত হাওয়া দেবেগো মোরে,
বহুদিন হলো, প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারিনি
বুকের মাঝখানে কেমন যেন চিনচিন করে উঠে,
ঐ মুক্ত হাওয়ায় হৃদয়টাকে দোলাবো
আর কইব ফিরে ফিরে,
এসোগো সবাই, এই মুক্ত দ্বারে-


একটু বর্ষা দেবেগো মোরে,
যাতে করে মোর আঁখিজলকে লুকোতে পারি,
কোন মোহে বেঁধেছিনু বাসা
আজ তাহা ভাঙ্গিয়া গিয়াছে,
তাই এই বর্ষাতে নতুন করে ধরিব
আবার পূরাতন সুরটারে-


একটু স্বস্তি দেবেগো মোরে,
বহুদিন ঘুমুতে পারিনি, হারানোর ব্যথায়
নিদ্রহীন রজনী পার করেছি, বহুকাল ধরে,
ওটা পেলে, শরতের মেঘগুলোকে মিশিয়ে দিয়ে,
তারাভরা আকাশটাকে সাথে নিয়ে
তীরভাঙ্গা ঢেউয়ের সাথে মিশে গিয়ে
ঘুমিয়ে যাবো,
স্মৃতিভরা স্বপ্নগুলোকে দেখিবারে।


(“ভোরের মাঝি” কাব্য থেকে)