এতো তারার ভীড়ে একটি তারা
খসে পড়লে
কারও কিছু আসে যায়না
আকাশের নীড়ে কতো পাখি উড়ে
একটি পাখি
হারিয়ে গেলে, কেউ তার খোঁজ পায়না।
পৃথিবীতে তেমনি অগনিত তারা
ফুটছে প্রতি বছর
যত্নের অভাবে পড়ছে ঝরে
রাখছেনা কেউ কোন খবর।
এই ঝরে পড়া তারাগুলোকে যদি
ঠিকমতো লালন করা যেতো
পৃথিবীটা তাহলে হতো আরও মধুময়
কেউ হতোনা বেদনাহত।
এমনি দিন কি আসবে কখনো, যে
ঐ তারারা আর ঝরবে না
ঝরার আগেই তাদের লালন করলে
পৃথিবীতে কেউ আর অসুখী থাকবে না।