চলে তো যাবোই একদিন
ফেলে রেখে সব কিছু-
ফিরবোনাকো আর
বেদনাই নিবে শুধু পিছু।


এই জগৎ সংসারে
মূঢ়তায় বেঁধে রাখে কেইবা কারে-


মাটির খাজনা গুলোকে তো কখনোই
পারবোনা শুধতে, চেষ্টা করি যখনই-


হিসাবটাওতো চুকোতে পারবোনাকো
তবুও পিছুপা হবার সাধ্যি নেই, কারো ধার ধারবোনাকো-


নিজেই নিজের কথা ভেবে হই সারা
কখনো কি কোন শুদ্ধকর্ম ঘটেছিলো মোর দ্বারা?


গর্ব করার নেইতো কিছুই হেথা
হারিয়ে খুঁজেছি তাই বার বার সেথা-


লিখিতে লিখিতে ফুরালো কলমের কালি
সাজিয়ে দিলাম হৃদয়ের কথাগুলি ঢালি।