রঙধনুর মাঝে হারানোর ইচ্ছে ছিলো
বহুদিনের, ওর সাত রঙ চুরি করে
মাখবো গায়ে, বিলীন হয়ে যাবো
আকাশের সাথে।


শরতের মেঘের সাথে বন্ধুত্ব পাতানোর
ইচ্ছে ছিলো বহুদিনের, পেজা তুলোর
মতো যাবো ভেসে, পৃথিবীর এপ্রান্ত
হ’তে ওই প্রান্তে, হারিয়ে যাবো চিরতরে।


গোধূলির সাথে মিশে যেতে ইচ্ছে ছিলো
বহুদিনের, আবিরের রঙে সেজে
সাঁঝের আঁধারে নিজেকে ঢেঁকে দেবোক্ষণ
রাত্তিরের সাথে মিশে যাবো কোনও ছলে।


জোসনার সাথে কি আর অভিমান করা যায়?
না, কোন মতেই না।


তাইতো চেয়েছি ওর রূপোলী আলোতে
যাবো মিশে, কেউ যাতে না পায়
আর খুঁজে, সীমাহীন প্রান্তরের মাঝে
বিলীন হবো, চিরতরে।


(“মুক্ত বিহঙ্গ” কাব্য থেকে)