কাগজের ফুলদানিতে
সাজিয়ে রাখা ফুলটি দেখে,
চেতনার হাতছানিতে
চিহ্নটি তার যায়নি রেখে।
বেদনার ঘোলা জলে
সাঁতরে সে যে পাইনা সীমা,
বিবেকের কোলাহলে
সামনে পাওয়া যায়নি লিমা।
বাঁধনের সীমানাতে
কারে আবার হারিয়ে খোঁজা,
ভাঙ্গনের কিনারাতে
লাগে যে সব নয়কো সোজা।
স্বপনের সিঁড়ি বেয়ে
ইচ্ছেগুলো যায়নি চেনা,
হৃদয়ের পানে চেয়ে
ক্ষণটাকে আর হয়নি কেনা।
(লিমা- আঁখি, নয়ন)