কাঁদতে যখন শিখেছি একবার
মাগো,
কেইবা আর কতো কাঁদাবে-
ঘরছাড়া যখন হয়েছি একবার
মাগো,
কেইবা আর ঘর থেকে তাড়াবে।


চিহ্ন মেপেই তো পথে দিয়েছিলাম যে পাড়ি
বুঝতে পারিনিকো কখন বিচ্যুত হয়েছে গাড়ি,
কথাগুলি সবই রইলো যে পথেতে পড়ে
পারিনিকো কিছুই নিজের মতো নিতে গড়ে।


তাইতো এখন হিসেব করিনে আর
মাগো,
থাকুক না খাতাটা শূন্য-
সাঁঝের প্রদীপ কেইবা জ্বালাবে আর
মাগো,
সে আশা রইলো যে অপূর্ণ।