ছড়া- খেলনা


শিশু ভাবে শিশুতোষ মনে
একটু বড় হইনা,
আছে যত বাজারেতে
নেবো সব খেলনা।


কৈশোরেতে এসে পরে
আড়ামোড়া ছাড়ে,
পৃথিবীটা দেখবে সে
তার মন কাড়ে।


যৌবনেতে পড়ে যবে
উঠে নাভিশ্বাস,
জীবনটা কি কঠিন
হয়না বিশ্বাস!


বৃদ্ধকালে হয়ে ন্যুজ্ব
শুধু ভেবে যায়,
গেলো কাল কেটে কবে
কোন খেলনায় ...