"দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো"
বিবেকের দ্বারা চালিত হয়ে সোজা পথ ধরো।
সোজা পথের নেই বিকল্প সেটা মনে রেখো
বাঁকা পথ থেকে সর্বদা নিজে দুরে থেকো।
যেই পথে গেছেন চলে জ্ঞানী-গুণী জনে
সেই পথে চলতে হবে রেখো সেটা মনে।
জীবন তো আর বহু নয় মাত্র একটাই
এটার সুফল নিয়েই যাবো পরোপারে তাই।