কিসের মায়াতে ছাড়িলে স্বদেশ
কিসের মোহেতে পড়ি,
অন্নপূর্ণা আজও জেগে আছে
স্মৃতির পাতাগুলি ভরি।
আঁকাবাঁকা ঐ নদীপথ ধরে
ডিঙি বওয়া দিনগুলি,
পিতামহদের আদর মাখানো
কি করে সে কথা ভুলি।
বন্ধুসকল হয়েছে নামহীন
বাঁধা পড়ে তবু মন,
লক্ষীর ঝাঁপি খুলেতো রেখেছি
কোথা গেলো প্রিয়জন।
শুনিতে কি পাও, সেই পথ বেয়ে
পার হয়েছি যে কতবার,
বাঁশের বাঁশরী বাজায়ে ফিরেছি
হৃদয়ের কথা কহিবার।