ওগো শহরের বাবু,
আপনাদের রঙ্গরস দেখেই তো
হয়ে যাচ্ছি কাবু।
আমি তো গাঁও গেরামের লোক,
বুদ্ধি-সুদ্ধি নেইকো মোটেই
শুধু একবেলা,
একটু পেটপুরে খাওয়ার ঝোঁক।
তাও, অনেক প্রকার নয়-
এক প্রকার নিরামিষেই রহি খুশী,
কারণ, বাড়িতে অন্ন বাড়ন্তই থাকে
আর তা নিয়েই বুকের জ্বালাটাকে পুষি।
যদিও মনের উনুনে, খালি ভাতের হাড়িটা
হাপিত্যেশ করে সদা,
কিন্তু চিন্তার কারণ নেই
আপনাদেরকে জ্বালাতন করবোনা,
দয়া করে মারবেননা পিঠেতে গদা।
কি করবো, ওই যে শাকপাতা খেয়ে খেয়ে
অভ্যেসটা হয়ে গ্যাছে, একটু অন্য রকম,
তাই, সুযোগ পেলেই
প্রাণটা খুলে একটু বাগাড়ম্বর করি-
যদি তাতে প্রশমিত হয়
এই পীড়িত বুকের জখম।