রাতের তারা
হাকিকুর রহমান


রাতের আকাশে অগনিত তারা
মিটিমিটি করে জ্বলে
আলো আঁধারির খেলা ছড়িয়ে
স্রষ্টার অস্তিত্বের কথা বলে।
দুরত্ব ওদের পৃথিবীর থেকে
অনেক অনেক দূর
অনেক আলোকবর্ষ দূরে আছে ওরা
সে যে এখান থেকে বহুদূর।
তবুও সবাই নিয়ম মেনে চলে
যে যার বলয়ে দোলে
এ মহাবিশ্বে আছে আরও তারা
যাদের আলো এখনও এসে পড়েনি
এই পৃথিবীর কোলে।