নক্ষত্রের খসে পড়ার মাঝে
কি কোনও চাপা ক্রোধ থাকে?
কেউবা হয়তো কাউকে বুঝাতে না পেরে
ছায়াহীন কায়া নিয়ে তারে ফের ডাকে।


তবে, কিছু প্রাণ আছে, তারা
ওই দূরের নক্ষত্রের মতো পড়ে ঝরে-
তাদের কথা কেউতো রাখেনা মনে
কাঁদেও না কেউ, তাদের কথা মনে করে।


সমস্ত বোধ যখন, একসাথে
নিলিপ্ত মৃত্যুর কোলে ঢলে-
শস্যহীন প্রান্তরে বেখেয়ালি দখিনা, তবু বয়
আর জুঁইগুলো দলিত হয়, কারও পদতলে।


তাইতো, নক্ষত্রের চাপা ক্রোধকে
অত শত বুঝে আর কাজ নেই-
মাটিতেই মিশে যাক সকল অস্থি-মজ্জা
ফিরে যেতে হবেতো নীরবেই।